কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের নেতৃত্ব্যে দিন ব্যাপী অভিযান চলেছে।
বুূধবার বিকালে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
অভিযোগ ছিলো ভোক্তারা ভোজ্য তেলের দাম নির্ধারিত দামের বেশি টাকা দিয়ে তেল কিনছিন।
এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের সয়াবিন তেল কোম্পানির পরিবেশক ‘জেটিএম এন্টারপ্রাইজ ‘কে ডিলিং লাইসেন্স না থাকায় এবং এনবিআরকে করফাঁকির দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেন।
এসময় স্থানীয় সাংবাদিকদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান,” জসীম উদ্দিনের পরিচালনাধীন জেটিএম এন্টারপ্রাইজকে বেশি দামে সয়াবিন তেলের মূল্য রাখায়, সরকারি রাজস্ব ফাঁকির কারণে ও কোম্পানির ডিলিং লাইসেন্স না থাকায়, অত্যাবশীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৯(৬) এর ১ ধারায় ৫ লাখ টাকা এই জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান,সহকারী(ভূমি) সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পানি বোতলজাতকরণ কোম্পানিকে বিএসটিআই অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে গৌরীপুর নোভা বেকারির মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।