দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম খান বলেন,দাউদকান্দি উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হিসাবে উপহার দিতে চাই। ভোটের পরিবেশ নিরাপদ রাখতে,ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপরতা শুরু করেছে।
তিনি বলেন, ভোটাররা যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে আমরা সচেষ্ট আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণায় যাতে কেউ প্রভাববিস্তার করে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে আমরা একাধিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি।
সকল প্রার্থীই ভোটের মাঠে স্বতস্ফুর্তভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর বা অভিযোগ আমার কাছে আসে নি।
আগামী ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম যৌথভাবে কাজ করছেন।