রোববার (১৩ জুন,২০২১খ্রি.) বিকালে দাউদকান্দি -চান্দিনা সার্কেল এএসপি মো.জুয়েল রানার নির্দেশে দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ মো.নজরুল ইসলামের নেতৃত্ব্যে উপজেলার টোলপ্লাজা পাখির মোড় নামকস্থানে আল-আমিন পাগলার গাঁজার আস্তানা গুড়িয়ে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,
সেকেন্ড অফিসার এসআই নাসিরউদ্দিন আহম্মেদ, এসআই জাহাঙ্গীর আলম,এসআই ফারুক হোসেন,এসআই নাজমুল হুসেন,এএসআই আনোয়ার হোসেন,এএসআই বিপুল চন্দ্র রায়,এএসআই শামীম আহম্মেদ,এএসআই বাবুল,এএসআই ছোটন,এএসআই সফিক, এএসআই ফিরোজসহ অন্যান্য মডেল থানা পুলিশের অফিসার ও সদস্যরা।
জনশ্রুতি আছে যে, এখানে বসে গাঁজাসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য সেবন করে আসছিলো দীর্ঘদিন যাবৎ। এবংকি মাদক সেবীরা এখান থেকে মাদক সেবন করার পর চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলো।