শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ মোঃ অলি উল্লাহ (২৫) কে আটক করে মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম (সেবা) জানান,
সাব-ইন্সপেক্টর মোঃ নাজমুল হোসেন তানিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ মোঃ অলি উল্লাহ (২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত ব্যক্তি হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজখা গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ অলি উল্লাহ।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।