দাউদকান্দিতে নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৩টি ডিলারের দোকানে ৩০ টাকা কেজি দরের ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন করেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মইনুল হাসান ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।
এ কার্যক্রম দাউদকান্দি পৌর এলাকার তুজারভাঙ্গা ডিলার কাউছার হোসেন বাবু, শবজিকান্দ সড়কে ডিলার সোহেল রানা ও দক্ষিণ সতানন্দি ডিলার আক্তার হোসেন মাধ্যমে তিনটি পয়েন্টে এক যোগে ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম চালু করা হয়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ এলাকার মানুষ স্থানীয় ডিলারের দোকান থেকে ৩০ টাকা করে কেজি জনপ্রতি ১৫০ টাকায় ৫ কেজি চাল ক্রয় করছেন নিম্ন আয়ের মানুষ। উর্দ্বগতির এই সময়ে কম আয়ের মানুষ ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।