মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) ক্রমবর্ধিষ্ণু সংক্রমণ প্রতিরোধে দেশের অভ্যন্তরে ২৩ জুলাই সকাল থেকে বিধিনিষেধ আরোপ করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়াসহ কঠোর বিধিনিষেধ পালনে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মহড়া , মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা করেছে থানা পুলিশ । রবিবার সকাল ১১ টায় কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা’র নেতৃত্ব দাউদকান্দি মডেল থানা থেকে পুলিশ পিকআপ ও মোটর সাইকেল শোডাউন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মটর সাইকেল শোডাউনটি দাউদকান্দি মডেল থানা থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু টোলপ্লাজা হয়ে গৌরিপুর বাজার, ইলিয়টগঞ্জ হাইওয়ে সড়ক এলাকায় প্রদক্ষিণ শেষে ৩ ঘন্টাব্যাপী পুলিশ মটর সাইকেল শোডাউনটি গৌরিপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা বলেন, বর্তমানে করোনা প্রতিরোধে কঠোর লকডাউন কার্যকর করতে আমরা পুলিশী এই মহড়া দিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সচেতন করা ও যারা লকডডাউন অমান্য করতে চায় তাদের সতর্ক করা। এ বিষয়ে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং লকডডাউন বাস্তবায়নে কঠোর নির্দেশনা রয়েছে, তাই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর নুরুল আলম, ইনচার্জ গৌরিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ নাসির উদ্দীনসহ, দাউদকান্দি মডেল থানা ও গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি ট্রাফিক পুলিশের সদস্যগণ শোডাউনে অংশ গ্রহন করেন ।