কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের ১৫ টি ইউনিয়নের ৫৪ টি বাইসাইকেল বিতরন করেন উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জুন) বিকেলে উপজেলা চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫ টি ইউনিয়ননের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ৫৪ টি বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.)সুমন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, পৌর প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিবসহ আরও অনেক।