কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও নৌ পথে বিশাল শোডাউন করেছে মো. কামরুজ্জামান শাহীন’র কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার বিকেলে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান শাহীনের নিজ গ্রাম চরচারুয়া থেকে একটি আনন্দ মিছিল বের হয়। পরে মিছিলটি ওই ইউনিয়নের ভাজরা, কদমতলী, গোলাপেরচর, চেঙ্গাকান্দি, হাসনাবাদ, বাহেরচর, নন্দনপুরসহ বেশ কয়েকটি গ্রামের নৌপথ পদক্ষিন করে।
আনন্দ মিছিলে ইউনিয়নের আ’লীগের নেতা-কর্মীসহ শতশত সাধারন জনগণ, তরুন বৃদ্ধ ও যুবকরা। নানাহ বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম ও গানবাজনা করে উল্লাস করে। এবং গ্রামবাসীদের হাত নেড়ে অভিনন্দন জানায় মোঃ ফারুক মেম্বার।