দাউদকান্দি রাসেল স্কয়ার সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের আলোচনা সভা, র্যালি, ও কেক কেটে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন রকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম নয়ন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মৎ সেলিনা নেছা জেবুন, সাধারণ সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধরণ সম্পাদক শের-ই-আলম, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, পৌর যুবলীগের নেতা মোঃ মুরাদ চৌধুরী সুমনসহ আরও অনেক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।