দাউদকান্দি মডেল থানার পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর এলাকা থেকে ঢাকা গামী লবনের ট্রাকে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। শুক্রবার রাতে দাউদকান্দি সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় ইন্সপেক্টর তদন্ত মোঃ শফিউল আলম এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান জিয়া, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোহাম্মদ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদ নগর নামক স্হানে গোপন সংবাদের বৃত্তিত্বে ঢাকা চট্টগ্রাম লবণভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মজিবুর রহমান ও শাহীনূর ইসলাম শাহীনকে গ্রেফতার করে ট্রাক আটক করে। গ্রেফতারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলা ও সদর থানার সুইহাড়ী গ্রামের হাসেম মিয়ার পুত্র মোঃ মজিবুর রহমান ( ৪৪ ), একই গ্রামের মোঃ শহীদুল ইসলামের পুত্র শাহীনুর ইসলাম শাহীন (৩৫)। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।