আসন্ন বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিউল বাশার সুমন স্থানীয় সাংবাদিকদের (ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে প্রার্থীর নিজবাড়ীর বারপাড়া ইউনিয়নের কানরা গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী
শফিউল বাশার সুমন বলেন,” আমি এই ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
চেয়ারম্যান প্রার্থী সুমন আরও বলেন, আমাকে যদি এই ইউনিয়নের জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব,এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।”
বারপাড়া ইউনিয়ন হবে, আধুনিক ডিজিটাল একটি ইউনিয়ন। যেখান থেকে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমি নিরলস ভাবে কাজ করব।
আমি আশা করছি বারপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার জন্য দোয়া ও আমার পক্ষে রায় দিবেন।