শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

দাউদকান্দিতে নিসচা’র চেয়ারম্যানের জন্মদিনে আলোচনা সভা ও দোয়া
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ১৯ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

বাংলাদেশের বৃহৎ সামাজিক আন্দোলন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ‘সড়ক যোদ্ধা’ জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর শুভ জন্মদিন উপলক্ষে ( নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় নিসচা’র সদস্যগণ অংশ গ্রহণ করেন।

নিসচা দাউদকান্দি শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিসচা’র পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

এসময় নিসচার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ দিদার, সদস্য মো. আলী আশরাফ খান, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ সফিকুল ইসলাম, মোঃ হানিফ খান, সাইফুল ইসলাম স্বপন, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ তারিকুল ইসলাম, মোঃ সোহেল আহমেদ, জসিম উদ্দিন জয় উপস্থিত ছিলেন।

এছাড়াও আলোচনা সভায় অলিউল্লাহ সাহেম, এখলাছ মুন্সি, মোঃ হাবিবুর রহমান, মোঃ আবু তাহের নয়ন ও ইকরামুল হাসান অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
খুলনার কয়রা মসজিদকুঁড় প্রত্নতাত্ত্বিক দর্শনীয় মসজিদ শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :- মসজিদকুঁড় মসজিদ যেটি কয়রার আমাদি ইউনিয়নে অবস্থিত প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান।মসজিদটির পাশ দিয়ে কপোতাক্ষ নদ খুব কাছেই রয়েছে সুন্দরবন।১৯৪৭ সালে ভারত বিভক্তির পর মসজিদটি সম্পর্কে জানতে পারা যায়। মসজিদটিতে কোন লিপি না থাকাই এর নির্মাণ সময় সম্পর্কের সঠিক ধারণা নেই। মাটির নিচ খুঁড়ে মসজিদটি আবিষ্কৃত হয়েছে বলে একে মসজিদকুঁড় নামকরণ করা হয়। ধারণা করা হয়, খানজাহান আলীর শিষ্য বুড়া খান ও ফতেহ খান এই গ্রামে কাছারি করে এলাকা শাসন করতেন ১৪৫০-১৪৯০ সালের সময়কালে। তাঁরা এখানে একটি নয় গম্বুজ মসজিদ নির্মাণ করেন, নাম রাখেন মসজিদকুড়। ইট-সুরকির তৈরি মসজিদটি দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ৷
জনপ্রিয়
সর্বশেষ