রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিক ও দুই সহোদরসহ মোটরসাইকেল আরোহী নিহত
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ৭৬ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় এক সাংবাদিক ও দুই সহোদরসহ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তিন জন দাউদকান্দি উপজেলার একই গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যায়।

স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলো দুই সহোদর দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের মোঃ শাহজালাল মিয়ার ছেলে মোঃ শরীফ (২৩) ও মোঃ তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ সোহেল প্রধান (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী মারা যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ