বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিএনপি জামায়াতে দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজের প্রতিবাদে দাউদকান্দিতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি পৌরসদরের রাসেল স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া এমপি।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড:আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ।
উক্ত শান্তি সমাবেশে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ,অংগ ওসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত ছিলেন।