বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলা অডিটোরিয়ামে বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’এর উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।
বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য সচিব,এসএম জাকির হোসেন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন,
বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. আজিজুর রহমান খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক,উপজেলা শিক্ষা অফিসার মো.নূরুল ইসলাম, বরকোটা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও ড. জহির খান বৃত্তির সদস্য মো. ছুফিউল্লাহ ভূঁঞা।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সুন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, দক্ষিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।
আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ২১জন শিক্ষাদের হাতে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।