দাউদকান্দিতে ভুয়া ডাক্তার বিল্লালকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা,চেম্বার সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহিনুল হাসান।
সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সাব ইন্সপেক্টর মোঃ নাজমুল হোসেন।
উপজেলা প্রশাসন ভুয়া ডাক্তারদের ধরতে দাউদকান্দি পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করতে মাঠে নেমেছে টের পেয়ে একাধিক ভূয়া ডাক্তার নিজ নিজ চেম্বার তালাবদ্ধ করে পালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন,” একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়,বিল্লাল বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি।
তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়।”
উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর ধরে ভূয়া ডাক্তার নামক মোঃ বিল্লাল হোসেন পৌর সদরে নিজ নামে চেম্বার খোলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগী দেখতেন।