কুমিল্লার দাউদকান্দিতে সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর ধারণ করা একটি লাইকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তরুণ-তরুণীকে পুলিশ খুঁজছে তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের সামনে টিকটক। যাইতাম কই?’ এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র সমালোচনা করেছেন। অবিলম্বে ওই তরুণ-তরুণীকে আটক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা বলেন, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।