দাউদকান্দি মডেল থানার উপ-সহকারী পরিদর্শক মো.আনোয়ার হোসেন একজন দক্ষ, চৌকশ ও নীতিবান পুলিশ অফিসার।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি- চান্দিনা সার্কেল ) সার্কেল ( দাউদকান্দি -চান্দিনা) এএসপি মো.জুয়েল রান ও মডেল থানা অফিসার-ইনচার্জ মো.নজরুল ইসলামের নির্দেশ তিনি এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
তিনি মাদক নির্মূলে জিরোটলারেন্স নীতিতে থাকেন। তাঁর ইতিবাচক ভূমিকার কারণে
মাদককারবারিরা অনেকেই গা ঢাকা দিয়েছেন।
এর পাশাপাশি এলাকা থেকে জুয়া,চুরি ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো অপরাধ প্রবণতা কমাতে তিনি সম্মুখ থেকে ভূমিকা রাখছেন।
বাংলাদেশ পুলিশের এই অফিসার এর আগেও বিভিন্ন থানায় সুনামের সহিত কাজ করেছেন। তিনি লোভ নির্মোহের উর্ধ্ব থেকে কাজ করে এই অঞ্চলে পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখছেন।
তিনি একজন জনবান্ধব পুলিশ অফিসার।” মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”
বাংলাদেশ পুলিশ এর এই বাক্যটি হৃদয়ে ধারণ করে আগামীর দিনগুলোতে জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।