রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

দাউদকান্দিতে যুব মহিলা লীগের উদ্যোগে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদ্‌যাপন
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ২৬ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

দাউদকান্দি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি
শাহী নুর আক্তার রুমা’র সভাপতিত্বে

উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদীকা মোসাম্মৎ শিউলি আক্তার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।আমি শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করি।

উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদীকা মোসাম্মৎ পাপিয়া আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন, এইদিনটি আজ ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদ্‌যাপন হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি ঝরনা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদীকা রেহেনা আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদীকা নাছিমা আক্তার, আইন বিষয়ক সম্পাদীকা মোসাম্মৎ হাসিনা আক্তারসহ আরও অনেক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ