১৬ এপ্রিল শনিবার দাউদকান্দি পৌরসভার তালতলী – হাসানপুর গ্রামের ০৩ নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন, ইফতার ও দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগত সকল আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাই ।
“মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”।
পবিত্র মাহে রমজানে সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় যুব সমাজ কে ধন্যবাদ জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোয়াজ্জম হোসেন, সাবেক কাউন্সিলর এ,কে,এম সরোয়ার জাহান , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, মেহেদি হাসান ভূঁইয়া ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহীন আলম দীপু। হাজী আলমগীর হোসেন ,সোহেল প্রদানসহ আরও অনেক।