শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

দাউদকান্দিতে রায়পুর বধ্যভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন এমপি জেনারেল ভূঁইয়া
লিটন সরকার বাদল / ১৮৪ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তীতে দাউদকান্দি উপজেলার রায়পুর বধ্যভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২১, সন্ধ্যায় স্থানীয় রায়পুর ব্রিজ ও খালসংগ্ন বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এরপরই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেন করা হয়।

দীর্ঘদিন ধরে এই বধ্যভূমিতে ৯ জন শহীদের স্বজন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা , রায়পুর গণহত্যার গবেষক বাশার খান এবং মুক্তিযুদ্ধপ্রেমীরা রায়পুরে স্মৃতিস্তম্ভ নির্মাণের লাগাতার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে স্বাধীনতার ৫০ বছর পর স্থানীয় সংসদ সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর প্রত্যক্ষ সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের তত্ত্বাবধানের এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়।

সোমবার স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান খান, দাউদকান্দি মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খোরশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সমাজ সেবক ও মহিলা আওয়ামী লীগের নেত্রী তাসলিমা চৌধুরী সিমিন, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময়, মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বর্বর এই গণহত্যার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন মুক্তিযুদ্ধ গবেষক বাশার খান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এই গণহত্যায় সহযোগিতা করে হানাদার বাহিনীর এদেশীয় দোসর- রাজাকাররা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ