দাউদকান্দি সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.জুয়েল রানা বলেন,” করোনার সংক্রমণরোধে সর্বাত্মক কঠোর লকডাউন ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে দাউদকান্দি উপজেলার বিভিন্ন অংশসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেরর টোলপ্লাজা এলাকায় দায়িত্বকালে আজ সারা দিনে যানবাহন আইনে ১৬ টি মামলায় ৪৮ হাজার ৫০০ জড়িমানা করেছি।

তিনি আরও বলেন, যেসব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে এসব গাড়ি চালকরা কেনো, কী কারণে গাড়ি নিয়ে বের হয়েছে এর কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে নি আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি। অন্যথায় যেসব গাড়ি চালক ও যাত্রীরা মহাসড়কে চলাচলের যৌক্তিক কারণ দেখাতে পেরেছে আমার তাদের ছেড়ে দিয়েছি। এএসপি মো.জুয়েল রানা বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে সংক্রিমত হওয়ার কারণে আমরা বর্তমানে বিপদসংকুলে আছি। এমুহূর্তে সকলের সতর্কতা হওয়া উচিত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনে সরকারি নির্দেশনা মেনে চলুন,আপনি ও আপনার পরিবারকে নিরাপদ রাখতে অকারণে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন। সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন। তিনি আজ রোববার বিকাল সাড়ে ৬ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাইওয়ে এলাকার লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের এসব তথ্য প্রদান করেন।