শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:২১ অপরাহ্ন

দাউদকান্দিতে সংবাদ সম্মেলনের জন্য দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ৩৯ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

মঙ্গলবার বিকালে উপজেলার ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’- এ সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধাদের সংগঠন। এছাড়া এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন —দোকান মালিক সমিতির ব্যবসায়ীসহ ও সুশীল সমাজের লোকজন।

সূত্র জানায়, চলতি মাসের এর আগে ৮ জুন দাউদকান্দি পৌরসভার সরকারি সম্পত্তির উপর নির্মিত দোকান বরাদ্দ নিয়ে মুক্তিযোদ্ধা ও পূর্বের কিছু দোকানাদার সংবাদ সম্মেলন করে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে।
এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন,সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা খোরশেদ আলম।
তিনি এতে বলেন, ভুল বোঝাবুঝির কারণে পূর্বে সংবাদ সম্মেলন করা হয়েছিলো, যা অনভিপ্রেত ও দুঃখজনক।

এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজনু মিয়া,আব্দুল ওয়াদুদ ও আবুল বাসার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ