লিটন সরকার বাদল: দাউদকান্দি মডেল থানার পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের চাঁদগাও নিজ বাড়ি থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেদী হাসান মিন্টু কে গ্রেফতার করে।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, এসআই মোঃ উমর ফারুক, এসআই জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের বৃত্তিতে চাঁদগাও নিজ বাড়ি থেকে দ্রুত বিচার আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেদী হাসান মিন্টু কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় আরও ৪ টি মামলা রয়েছে।
গ্রেফতার কৃত আসামি হলেন,কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চাঁদগাও গ্রামের মোঃ জামসেদ মিয়ার পুত্র মোঃ মেহেদী হাসান মিন্টু (৪৫)।
গ্রেফতারের পর আজ রবিবার আসামি কে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।