স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে
দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নাছির মোহাম্মদ এর নেতৃত্বে শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
২৬ ডিসেম্বর রোববার সকাল ১১ঃ০০ ঘটিকায় যারিফ আলী শিশু পার্কের সামনে থেকে শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালিটি পৌরসভা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.) এর পায়রা ভবনে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.) বলেন,এই দিনে মুজিব শতবর্ষ ও স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। পাকিস্তান সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মুখোমুখি হয়ে এই ভূমির স্বাধীনতাকামী জনগোষ্ঠী তাদের অটল সংকল্প ও অসীম আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের ধারাকে বদলে দেয় এবং বাঙালি জাতিকে এক নতুন শুরুর দিকে নিয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নাছির মুহাম্মদ, যুবলীগ নেতা, শাহীন আলম দিপু, মাজহারুল ইসলাম, যুবলীগ নেতাসহ আরও অনেক।