জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণটি ছিলো— মূলত স্বাধীনতার ঘোষণা। তাঁর বাগ্মী কাব্যিক ঢেউ জাগানো ভাষণে সাড়া দিয়ে একটি পরাধীনতার শৃঙ্খল ভাঙতে স্বাধীনতার স্বাদ নিতে লাখো লাখো তরুণ যুবা আবাল বৃদ্ধ বনিতা ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদ আর অগণিত মা-বোনদের সম্ভ্রম হারানোর বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি লাল-সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড জয় করেছিল।যার নাম ‘বাংলাদেশ ‘। এদের মধ্য দাউদকান্দি উপজেলার মুক্তিযদ্ধকালীন সময়ের রয়েছে ভিন্ন এক ইতিহাস। এই ইতিহাস সংরক্ষণ করে রাখতে—
দাউদকান্দি -মেঘনা আসনের সাংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূইয়া’র সার্বিক পরামর্শ ও নির্দেশনায়
উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনের ঐকান্তিক প্রচেষ্টা ও বদান্যতায় মহান স্বাধীনতার ৫১ বছর উপজেলার সড়ক ও জনপদের ডাকবাংলা ও যারিফ আলী শিশু পার্কে নির্মিত হতে যাচ্ছে “মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠাগার “।
স্বাধীনতার পর থেকে অধ্যাবধি মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আসছে রাষ্ট্র ও সরকার।
তবে স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে,উত্তর প্রজন্মকে স্বাধীনতার বীরত্বগাঁথা ইতিহাস জানাতে স্বাধীনতার ৫১ বছরে এই প্রথম দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন
ইতিমধ্যে পুরানো ডাকবাংলো সংস্থার করে এর ভিতরে যাদুঘর ও পাঠাগার নির্মাণের প্রস্তুতি চলছে পুরোদমে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন জানান,” আমি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনের এমন উদ্যোগকে স্বাগত জানাই। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। ”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন,” জাতির গর্বিত সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি ছিল পৌরসভার মধ্যে একটি মুক্তিযু্দ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য। দাউদকান্দি -মেঘনা আসনের সাংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া স্যার ও
উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী’র একান্ত প্রচেষ্টা, উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই জাদুঘর নির্মাণে জেলা প্রশাসন থেকেও সহযোগিতা পেয়েছি।”
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতার বীরত্বগাঁথা ইতিহাস জানাতে মুক্তিযু্দ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন দাউদকান্দি মেঘনা উপজেলার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মো: সুবিদ আলী ভূইয়া এমপি স্যার ও উনার সুযোগ্য পুত্র দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।