“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীত” এ প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার দাউদকান্দিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশ- ডে ২০২১। র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়েছে।
শনিবার (৩০অক্টোবর) সকাল ১১টার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে, গৌরীপুর বাসস্ট্যান্ড পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন এলাকা পর্যন্ত বিশাল একটি র্যালী আয়োজন করা হয়েছে।
পরে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.হাবিবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন, হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ আহমেদ, পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ সেলিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন রকিব, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন পরিবহণের মালিক, ড্রাইভার,শ্রমিক স্টেশনের মালিক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দসহ দাউদকান্দি থানা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন।