গত(১৭ মে) সোমবার রাত সাড়ে ১০ টায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে দাউদকান্দি গোমতী টোলপ্লাজা নামক স্থানে খুন হয়েছিলো শরিয়তপুরের সুখীপুর থানার বালাকান্দি গ্রামের সৌদী প্রবাসি ইয়াসিন মাহমুদের ছেলে মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেন(২৫)। এমন ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনসহ ২৪ ঘন্টার মধ্য দুই আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করলেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৮, তারিখ ১৮/৫/২১ খ্রি.ধারাঃ ৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতাররা হলেন উপজেলার সবজিকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে মো. মনির হোসেন, একই উপজেলার দোনারচর গ্রামের মাইজউদ্দিনের ছেলে আলাউদ্দিন। দাউদকান্দি মডেল থানার অফিসার-ইনচার্জ মো.নজরুল ইসলাম জানান,” বিল্লাল হোসেন খুনের অন্যতম আসামী মনির হোসেন ও আলাউদ্দিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি মনির হোসেন আদালতে ১৬৪ ধারায় হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।আসামি মনিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জবানবন্দিতে আরও জড়িত থাকার নাম পেয়েছি। বাকী আসামীদেরকেও গ্রেফতার পক্রিয়া চলমান আছে। তিনি আরও জানান,আসামী মনির এর বিরুদ্ধে ৩ টি মামলা এবং আসামি আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও মাদকের ১২ টি মামলা বিচারাধীন আছে।”