কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) এএসপি মোঃ জুয়েল রানার নেতৃত্বে গৌরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সনিয়ে দুপুরে গৌরিপুর বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান করে গৌরীপুর বাজারের সবচেয়ে বড় পলিথিন ব্যবসায়ী জসিমকে তার পলিথিনের গুদামঘর থেকে গ্রেফতার করে তার গোডাউন থেকে ৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দ কৃত ১০ বস্তা সবুজ পলিথিন যার ওজন ৭ মণ, ১৮ বস্তা সাদা পলিথিন যার ওজন ১৮ মণ।
গ্রেফতারকৃত পলিথিন ব্যাবসায়ীর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারামতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । পুলিশ যানায় এই অভিযান চলমাণ থাকবে।