দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান (স্বতন্ত্র) পদে প্রার্থী মঈন চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহারের নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা শেষে মঈন চৌধুরী বলেন,আমরা চাই একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দের নেতা বেছে নেবেন। আমি চাই, জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করবেন।
তিনি বলেন, ‘রাজনীতি ও অর্থনীতি বিনির্মাণে দৌলতপুর ইউনিয়নে যে সংযোগটুকু আছে, গ্রামীণ পর্যায়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেসব অভিজ্ঞতা থেকে কর্মসংস্থান ও বিনিয়োগকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে চেষ্টা করব।’
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালমারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম ভুলু, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আলম, যুবলীগ নেতা একেএম রাসেল ওসমানসহ রাজনৈতিক,সামাজিক
গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
আগামী ২৯ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।