দাউদকান্দি উপজেলার সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজী।
বৃহস্পতিবার দুপুরে সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জাহাঙ্গীর আলম ।
এ সময় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ রাসেদুল ইসলাম সরকার, অভিভাবক সদস্য প্রতিনিধি সাখাওয়াত দেওয়ান, ডাঃ জাকির মিয়াজী,বিপ্লব সরকার,এডভোকেট শাহজাহান,সংরক্ষিত মহিলা সদস্য হালিমা আক্তার,শিক্ষক প্রতিনিধি মোঃ জামাল মিয়া,মোহাম্মদ আলী সুজন ও মুনমুন আক্তার উপস্থিত ছিলেন।
অভিভাবক প্রতিনিধি শাখাওয়াত দেওয়ান সভাপতি হিসেবে সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম মিয়াজীর নাম প্রস্তাব করেন। অপর সদস্য মোঃ জাকির মিয়াজী সমর্থন করেন। আর কারো নাম প্রস্তাব না করায় সকলের সর্ব সম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান আসল মিয়াজীকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় ।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী বলেন, সুন্দলপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।