দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ব্যবসায়ী প্রাণকেন্দ্র গৌরীপুর বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এতে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়াকে সভাপতি ও তরুণ ব্যবসায়ী শফিউল বাশার সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার( ১২ এপ্রিল) ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন (দাউদকান্দি-মেঘনা) কুমিল্লা -১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল( অব.) সুবিদ আলী ভূঁইয়া।
কমিটিতে সহ-সভাপতিরা হলেন মো.জসিম উদ্দীন প্রধান, সঞ্চিত কর্মকার, মো.বাদল রিয়াজ,মো.আক্তারউদ্দীন,মো.আমির হোসেন,নন্দলাল কর্মকার,মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, মোহাম্মদ ওমর ফারুক মিয়াজি, মো. আমানউল্লাহ ভূঁইয়া।
সহ সম্পাদক হয়েছেন মো.আবুল কাসেম,মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, মো.শাহজালাল সরকার, আব্দুল আলীম সোহাগ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আক্তার হোসেন, আনিসুর রহমান হেলেন,রেজাউল করিম রিপন।
নতুন বাজার কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর বাজার ব্যবসায়ী বৃন্দ।