লিটন সরকার বাদল, বৃহস্পতিবার থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশজুড়ে সর্বাত্মক লকডাউন চলছে। এমন কঠিন দুর্যোগ ও দুর্বিপাকপূর্ণ মুহুর্তে করোনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি নেতা-কর্মীদেরকে দাউদকান্দি উপজেলাবাসির পাশে থাকার নির্দেশ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ( অব.)। এর ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ জেবুন নেছা জেবুন ও সাধারণ সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসান উপজেলা বিভিন্ন বাজারে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করে তাদেরকে করোনা সম্পর্কে সচেতন করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসার পরামর্শ দেন।
উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ জেবুন নেছা জেবুন বলেন, বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাও, বিটেশ্বর বাজার, নৈয়ার বাজার, চন্দ্র শেখরদি, কালা সাধাদিয়া, নতুন বাজার জনগনের সাথে দেখা করে মাক্স বিতরন করি। আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই পৃথিবী থেকে করোনা নামের মহামারী উঠাইয়া নেয়। মানুষের উপর রহমত নাজিল করেন।
উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসান বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী’র নির্দেশে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করি, পাশাপাশি সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে উপজেলা আওয়ামী মহিলা লীগ আমরা যেকোনো প্রয়োজনে উপজেলাবাসির পাশে আছি -ইনশাল্লাহ। “