বিদায় কেবলমাত্র তাদের জন্য যারা তাদের চোখের দেখা ভালোবাসেন। কারণ যারা হৃদয় ও প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের জন্য বিদায়ের মতো কোন জিনিস নেই । “চিরন্তন সত্য হলোঃ কোন কিছু শুরু করতে হলে কোন কিছু কে বিদায় দিতেই হয়” ।
এই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , দাউদকান্দি উপজেলা সহকারী কমিশন (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
বক্তব্য রাখেন, সাংবাদিক বাবু বাসুদেব ঘোষ,সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম লিপু, সাংবাদিক আলী হোসেন বাবুল, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক কামরুল হক চৌধুরী,সাংবাদিক শরীফ প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জসিমউদদীন মোল্লা, সাংবাদিক সহিদউল্ল্যাহ সাদা, সাংবাদিক আমির হোসেন, সাংবাদিক সোহেল আহম্মেদ, সাংবাদিক আনিস খান, সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিউল বাশার সুমনসহ আরও অনেক।