বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৫ পূর্বাহ্ন

দাউদকান্দি থেকে অপহৃত শিশু আরিয়ানকে ২৪ ঘন্টা পর কুমিল্লা থেকে উদ্ধার
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ৫৭ ভিউ
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মার্চ ২০২৩

কুমিল্লা জেলার দক্ষিণ থানার উলুচর এলাকা

থেকে অপহৃত শিশু আরিয়ান(৩) কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন—সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল।

গত রোববার দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে পাশের বাসার ভাড়াটিয়া অভিনব কায়দায় শিশু আরিয়ান(৩) অহরণ করে।

অপহৃত শিশুটির পিতা অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশে দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল ও মডেল থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.আলমগীর ভূজ্ঞার সহায়তায় মডেল থানার চৌকস অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.নাজমুল হুসেন, উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীসহ অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

শিশুটিকে অপহরণ করার পর একটি মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুর পিতার কাছে ৩০ টাকা মুক্তিপন দাবি করে বিকাশ করতে বলে।

প্রথম দফায় আসামীদের কথা মতো শিশুটির পিতা অপহরণকারীদের কাছে ৩০ হাজার টাকা পাটায়,পরবর্তীতে কিছুক্ষণ পর অপহরণকরীরা শিশুর পিতার কাছে আরও ৩০ হাজার টাকা দাবি করে।

এরই সুত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাররা তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার

দুজনকে গ্রেফতার করে,গ্রেফতারকৃতরা হলো—চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মৃত জাকির হোসেন এর ছেলে মো.আহসান উল্লাহ(৩৫) ও তাঁর স্ত্রী মোসাৎ. খাদিজা আক্তার।

মডেল থানা অফিসার-ইন-চার্জ মো.আলমগীর ভূজ্ঞা জানান, ” এ বিষয়ে আজ সকালে মান্যবর জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।

আসমীদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। “

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ