দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা ও নির্বাচন সুস্থ করার অঙ্গীকার একই মঞ্চে সকল প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
বুধবার বিকালে দৌলতপুর ইউনিয়নের পালের বাজার সংলগ্ন পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে
দাউদকান্দি মডেল থানা আয়োজিত একই মঞ্চে সকল প্রার্থী
নির্বাচন সুস্থ করার অঙ্গীকার করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান।
বক্তব্য রাখেন,
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদুল আলম জমাদ্দার, মইন উদ্দিন চৌধুরী, মো: শরীফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রতিদ্বন্দ্বী মেম্বার ও সুরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীবৃন্দ৷
অনুষ্ঠান পরিচালনা করেন, দৌলতপুর বিট অফিসার এসআই সুদর্শন কান্তি দে, এসআই নাজমুল হাসান তানিম
উল্লেখ্য,আগামী ২৯ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷