দাউদকান্দি পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৪৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৭৮৮ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
বুধবার সকালে পৌরসভা কার্যালয় সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটের আয়ের উৎস খাত দেখানো হয়েছে – হাট বাজার থেকে ইজারা, হোল্ডিং কর, ভূমি কর ও সরকারি অনুদানসহ বিভিন্ন উৎসের কথা উল্লেখ্য করা হয়েছে।
অবকাঠামোগত উন্নয়নে ৩৮ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকা সর্বোচ্চ ব্যয় দেখানো হয়েছে।
মেয়র নাইম ইউসুফ সেইন এ বাজেটকে জনবান্ধব বাজেট উল্লেখ্য করে বলেন,”
গতবছর থেকে সৃষ্ট করোনা ভাইরাসের সংক্রমণ হওয়াতে আমরা কিছুটা অসুবিধায় পড়েছি , এবারও করোনাভাইরাস এর মধ্যে বাজেট ঘোষণা করেছি। এ বাজেট পৌরবাসীর সর্বস্তরের জনগণের স্বপ্ন বাস্তবায়নে এবং পৌরবাসীর সেবার মানোন্নয়নে সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
মেয়র নাইম ইউসুফ সেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সচিব মোঃ মনিরুল ইসলাম, প্যানেল মেয়র এনামুল হক সরকার এমেল, মোঃ রকিব উদ্দিন রকিব, ৫ নং সদর ওয়ার্ড কাউন্সিল মোঃ বিল্লাল হোসেন খন্দকার সুমনসহ সকল কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিল বৃন্দ।