দাউদকান্দি পৌরসভার জনগণের নাগরিক সুবিধা দিতে জনকল্যাণমুখী বাজেট অভিহিত করে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয় অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র ও বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতি নাইম ইউসুফ সেইন ।
২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ঘোষণায় রাজস্ব উন্নয়নসহ বাজেট আয় ধরা হয়েছে ৩১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা,এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা,উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারি ইঞ্জিনিয়ার এইচ, এম কামরুজ্জামান,সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুননাহার খন্দকার, কাউন্সিলর মোতালেব মীর,কাউন্সিলর সালাউদ্দিন সরকার,কাউন্সিলর দেলোয়ার প্রধান, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন,কাউন্সিলর শামীম দর্জি,
সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা খন্দকার, সংরক্ষিত কাউন্সিলর লাভলী আক্তার, হিসাবরক্ষক কর্মকর্তা মো.শাহাদাত হোসেন,স্যানিটারী ইন্সপেক্টর এম, কে জামান,কর্যসহকারী আঃ আহাদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।