রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

দাউদকান্দি বারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক প্রার্থী বিপুল ভোটে বিজয়ী
লিটন সরকার বাদল (সম্পাদক দৈনিক দেশের কথা) / ১০ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ ২০২৩

দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫,৮৮৫ ভোট। তিনি ৩,০৭৮ ভোট বেশি পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল বাশার সুমন মিয়া পেয়েছেন ২,৮০৭ ভোট। ঘোড়া প্রতীকে আলাউদ্দিন আল আজাদ পেয়েছেন ১,৪৭৯ ভোট এবং নৌকা প্রতীকে মোঃ মনির হোসেন তালুকদার পেয়েছেন ৪৫৫ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্ষন্ত ইভিএম এর মাধ্যমে বিরতীহিন ভাবে চলে এ ভোট গ্রহণ। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫১ টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিলো ১৭,০৭৭ জন। এর মধ্যে ১১,৮৬৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার আশরাফুল নাহার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ