কুমিল্লার দাউদকান্দিতে হাইওয়ে পুলিশ কন্ট্রোল রুমের উদ্ধোধন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বলদাখাল এলাকায় এর উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)।
এসময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্লাহ, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার হেডকোয়ার্টার) বকুল, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, ট্রাফিক ইন্সপেক্টর নুরুল আমিন, ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ আহমেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো: রকিব উদ্দিন রকিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন সরকার বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।