১৯৭১ সালে ৯ ডিসেম্বরের এই দিনে দাউদকান্দিতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে দাউদকান্দি বিভিন্ন সড়কে পদক্ষিন করে। পরে দাউদকান্দি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুকান্ত সাহা। কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি মো.রকির উদ্দিন রকির, বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসন গরীব। উপজেলা( সাবেক) মুক্তিযোদ্ধা কমান্ডার মো.খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা ( সাবেক কমান্ডার) মো.সোহরাব হোসেন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) লিয়াকত আলীখান ও মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ।