সোমবার বিকেলে উপজেলার,সাবেক ছিটমহলের দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের অর্থায়নে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় প্যাকেট প্রতি ১হাজার টাকা মূল্যের চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত , ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,(তদন্ত) সরওয়ার পারভেজ সহ আরো অনেকে।