ভালো লাগার কিছু সময় মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়,কিছু সময় আবেগের,কিছু কথা হৃদয়ের,
কিছু বন্ধু চিরদিনের।।
দীর্ঘ ৩২ বছর পর দাউবি- ৯০ এসএসসি ব্যাাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত।
শুক্রবার সকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দাউবি- ৯০ এসএসসি ব্যাাচের বন্ধুদের আয়োজনে বন্ধুদের মিলন মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীমউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্ব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সাবেক প্রধান শিক্ষক মোবারক হোসেন,সাবেক ইংরেজি শিক্ষক আব্দুল হাকিম,সহকারী শিক্ষক হাবিবুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন —বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মেহিনউল্লাহ,সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শাহদাত হোসেন।
বক্তব্য দেন—সাবেক তুখোড় ছাত্র নেতা ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েজ আল মাহমুদ মাখন সরকার, আফ্রিকা প্রবাসি ও বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, কামাল হোসেন,জাকির হসেন,স্বপন সাহা,মোঃ সেলিম আহম্মেদ, টিপু, কাজী সেলিম,লেয়াকত হোসেন,আতিক হোসেন,মাহফুজ সরকার,সাবেক কৃতী ফুটবলার নিজামউদ্দিনসহ আরও অনেকে।
১৯৯০ এসএসসি ব্যাচের দীর্ঘ ৩২ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ৩২ বছরকে ঘিরে। শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
বন্ধুদের মিলন মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার
আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।
প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় স্মৃতিচারণ করেন, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের
শিক্ষার্থীবৃন্দ।