পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধীর গতিতে ফেরি চলাচল এবং পশুবাহি ট্রাকের চাপে দৌলতদিয়া ফেরি ঘাটে সৃষ্টি হয়েছে। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বেশ কয়েক কিলো মিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
এদিকে, দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক, কোরবানীর জন্য আনা গরু ও যাত্রীরা চরম দুর্ভোগ শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র স্রোতের সৃষ্টি রয়েছে। যে কারণে ধীর গতিতে ফেরি চলাচল করছে। এছাড়া ও অধিক পরিমাণে পশুবাহি ট্রাকের চাপ হয়েছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এই রুটে ছোট বড় মিলে ১৫ টি ফেরি চলা চল করছে।