যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত ধুপখালী ভোগেরহাট বাজার বণিক মালিক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি হুসাইন কবীরের মাছের ঘেরে কে বা কারা পুর্ব কোন শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে ঘেরের সমস্ত মাছ মেরে ফেলেছে।
ধুপখালী ভোগের বিলে হুসাইনের নিজেস্ব মাছের ঘেরে এই বিষ প্রয়োগ করেছে শত্রুরা।আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার ধারনা,যারা এর সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানিয়েছে হুসাইন সহ এলাকাবাসী।
ধারনা করা হচ্ছে গতকাল ২২ সেপ্টেম্বর রাত্রে হয়তো বিষ তার ঘেরে প্রয়োগ করেছে ও আজ ২৩ সেপ্টেম্বর ভোর সকালে এলাকার কিছু লোক বিলে মাছ ধরার জন্য যায় এবং যাওয়ার সময় এসব মানুষের চোখে পড়ে ঘেরের মাছগুলো মরে সব পানির উপর ভেষে রয়েছে, তাৎক্ষণিক ঘেরের মালিক হুসাইন কবীরকে খবর দেয়,তিনি এসে বিষয়টি দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।উপস্থিত লোকজন তার মাথায় পানি ঢেলে তাকে হুশ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১০/১২ জনকে সন্দেহ করছে হুসাইন কবীর এবং মামলা করার জন্য আজ সকালে তিনি বাঘারপাড়া থানাতে যায়,এবং মামলাও করেন, হুসাইন কবীর যাদের নামে মামলা করেছেন সকলের নাম প্রকাশে অনিচ্ছুক।