ময়মনসিংহের ধোবাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ঘোঁষগাও ও চারুয়াপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন তালুকদার প্রমুখ।