রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

নওগাঁয় পরকীয়ার জেরে যুবককে খুনের অভিযোগ
অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ / ১৯০ ভিউ
সর্বশেষ আপডেট : রবিবার, ০২ এপ্রিল ২০২৩

নওগাঁর পত্নীতলায় পরকীয়ার জেরে মারপিটের ঘটনায় মিলন চন্দ্র সরকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিলনের ১০ বিঘা জমি পাশের বালুঘা গ্রামের আদিবাসী কৃষক খিতিশ ও বুদু বর্গা চাষ করতো এই সুবাধে মিলন তাদের বাড়িতে যাওয়া আসা করতো, মিলন প্রতিনিয়ত সন্ধার পর যেত এবং এশার আযানের সময় বাসায় চলে যেত।

আবার কখনো কখনো রাতে খিতিশের বাড়িতে থেকে যেত, সেখানে নেশাও করত (চুয়ানি, তালের রস)। এতে প্রতিবেশীরা সন্দেহ করতো যে মিলন এবং খিতিশের স্ত্রী লিলি মার্ডির সাথে মিলনের অনৈতিক সম্পর্ক আছে। তাই তারা মিলনকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে ।

নিষেধের পরও গত শনিবার ২৯ মে সন্ধ্যায় আবার মিলন ওই বাড়িতে যায় প্রতিবেশীরা তাকে চলে যেতে বললে কথাকাটা কথাটির এক পর্যায়ে খিতিশের প্রতিবেশিরা নিহত মিলনকে দেশীয় অস্ত্র (লাঠিসোটা ও বটি) দিয়ে আঘাত করলে মিলন মাটিতে পরে যায় স্থানীয়রা তাকে এলাকায় এক চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তার বাড়ীতে পৌছে দেন এবং মিলনের স্ত্রীকে বলেন মিলন এ্যাক্সিডেন্ট করেছে।

পরের দিন তার পরিবারের লোক জন তাকে নওগাঁ ইসলামী ক্লিনিকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন। গতকাল রবিবার (৩০ মে) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন এবং সে অবস্থায় চিকিৎসা চলা কালীন সোমবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

এবিষয়ে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিল করা। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে মিলন ও লিলির মাঝে কোন পরকিয়া সম্পর্ক থাকতেও পারে তবে তদন্তের মাধ্যমে আসল রহস্য জানা যাবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ