শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

নওগাঁয় বাস মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
অহিদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ / ২১৫ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বকুল হোসেন (২৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বকুল হোসেন রাজশাহীর তানোর উপজেলার রায়চাঁনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার শশুর বাড়ি মান্দা উপজেলার তেুঁতুলিয়া গ্রামের উদ্দেশ্য যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত বকুল হোসেন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশরহাট হয়ে শশুরবাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মর্মান্তিকভাবে নিহত হন।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ