অজ্ঞাতনামা যানবাহনের চাপায় দু’জন মোটর সাইকেল আরোহী দূর্ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার বিজয়পুর মোড়ের আদুরে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপেল মাহমুদ ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা ইসলাম।
স্থানীয়রা জানান, নিহতরা উপজেলা কুসুম্বা এলাকা থেকে একটি মোটর সাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনেই মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন।