গত ০৩/০৬/২০২১ খ্রিঃ তারিখে নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেটে সকাল ১০:০০ ঘটিকায় সড়ক ও পরিবহণ আইন-২০১৮ সহ পুলিশিং সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয় । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায় পিপিএম ( বার) , পুলিশ সুপার নড়াইল।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসারগণ।প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের অফিসার বৃন্দ।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন “একজন পুলিশ হিসেবে প্রয়োজনীয় সকল আইন জানা একান্ত প্রয়োজন; বর্তমান সড়ক আইন পরিবর্তন হয়েছে যে আইন সম্পর্কে অবগত হওয়া আমাদের একান্ত প্রয়োজন ; তাই প্রতিটি পুলিশ সদস্যকে আইন সম্পর্কে অবগত করার জন্য আমাদের এই আয়োজন।” তিনি আরো বলেন যে প্রশিক্ষণ একজন মানুষের দক্ষতা বৃদ্ধি করে তাই আমাদের চেষ্টা থাকবে প্রতিটি পুলিশ সদস্যকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা ।